ভৌত রাশি
ভৌত জগতের রাশিসমূহই হলো ভৌত রাশি।
পদার্থবিজ্ঞান
বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি এবং এদের মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে।
পদার্থবিজ্ঞানের মূলনীতি
ভরের, ভরবেগের এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে পদার্থবিজ্ঞানের মূলনীতি।
বিজ্ঞান
পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান।
স্বীকার্য
স্বীকার্য হলো একটি প্রস্তাবনা যার প্রমাণের প্রয়োজন হয় না, নিজে থেকেই প্রতিষ্ঠিত অথবা সত্য বলে স্বীকার করার কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং এটি অন্য একটি প্রস্তাবনা প্রমাণের জন্য ব্যবহৃত হয়।
ধারণা
ধারণা হলো কোনো বিশেষভাবে নির্দিষ্ট আকস্মিক ঘটনা হতে উদ্ভূত সাধারণ কল্পনা, প্রমাণের বা পরীক্ষার উপর নির্ভরশীল নয় এমন কোনো কিছু সম্পর্কে সার্বিক উপলব্ধি বা বোধগম্যতা হলো ধারণা।
অনুকল্প
কোনো পর্যবেক্ষণ, ঘটনা বা বৈজ্ঞানিক সমস্যার জন্য একটি সম্ভাব্য ব্যাখ্যা যা আরও অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা স্বায়, তাই অনুকল্প।
নীতি
নীতি হচ্ছে নিয়ম বা আইন যা অবশ্যই বা সাধারণত মেনে চলতে হয় বা ইচ্ছানুযায়ী মেনে চলতে পারে বা কোনো কিছুর। অপরিহার্য পরিণতি।
স্থান
স্থান হলো বস্তু কর্তৃক অধিকৃত অঞ্চল।
মৌলিক রাশি
যেসব রাশি মূল অর্থাৎ স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।
লব্ধ একক
যেসব ভৌত রাশির একক স্বাধীন বা নিরপেক্ষ নয় অন্য কোনো মৌলিক রাশির এককের উপর নির্ভর করে এবং এক বা একাধিক মৌলিক রাশির এককের গুণফল বা ভাগফল থেকে উৎপন্ন হয় তাই হলো লব্ধ একক।
এক মিটার
শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে এক মিটার বলে।
পরিমাপের একক
যেকোনো পরিমাপের জন্য চাই একটি আদর্শ পরিমাণ, যার সাথে তুলনা করে সকল ভৌত রাশির পরিমাপ করা হয়। পরিমাপের এ আদর্শ পরিমাণই হলো পরিমাপের একক।
মৌলিক একক
যেসব মৌলিক ভৌত রাশির একক অনপেক্ষ বা পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদেরকে বলা হয় মৌলিক একক।
এক সেকেন্ড
একটি সিজিয়াম 133 পরমাণুর 9192631770 টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে এক সেকেন্ড বলে।
এক রেডিয়ান
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে।
এস আই একক
International System of Units অর্থাৎ এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে এস আই বলে। এই পদ্ধতির একককে এস আই একক বলে।
এক কেলভিন
পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 অংশকে এক। কেলভিন বলে।
এক মোল
যে পরিমাণ পদার্থে 0.12 kg কার্বন 12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট যেমন পরমাণু, আয়ন, অণু ইলেকট্রন ইত্যাদি থাকে তাকে এক মোল বলে।
পরিমাপ
কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের মাপজোখের বিষয়টি হলো পরিমাপ।
ভার্নিয়ার স্কেল
মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে আর একটি সচল স্কেল ব্যবহার করা হয়। এটিই ভার্নিয়ার স্কেল।
স্ক্রু গজ
যে পরিমাপ যন্ত্রে একটি সমব্যাসার্ধের মাইক্রোমিটার ক্রু থাকে সেটিই স্ক্রু গজ।
বৈজ্ঞানিক প্রতীক
কোনো সংখ্যাকে 10 এর যেকোনো ঘাত এবং 1 থেকে 10 এর মধ্যে অপসংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।
মাত্রা
কোনো একটি রাশি এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সঙ্কেত ব্যবহার করা হয় তাকে উক্ত রাশির মাত্রা বলে।
মাত্রা সমীকরণ
যে সমীকরণ মৌলিক একক এবং লব্ধি এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে মাত্রা সমীকরণ বলে।
পর্যবেক্ষণ
বৈজ্ঞানিক পদ্ধতি মোতাবেক কোনো প্রাকৃতিক ঘটনা কোনো বিজ্ঞানীর গোচরীভূত হওয়াকে বলা হয় পর্যবেক্ষণ।
গবেষণা
কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সে বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ এবং পরীক্ষা-নিরীক্ষা করাই হলো গবেষণা।
পিছট ত্রুটি
ক্রু গজ যন্ত্র ক্রমাগত ব্যবহারের ফলে ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে পড়ে এবং ক্রুকে উভয়দিকে একই পরিমাণ ঘুরালে সমান দূরত্ব অতিক্রম করে না, তাই পিছট ত্রুটি।
ভার্নিয়ার ধ্রুবক
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণ হলো ভার্নিয়ার ধ্রুবক।
পদ্ধতিগত ত্রুটি
যে সকল ত্রুটি নির্দিষ্ট নিয়ম মেনে বা জানা কারণে উদ্ভূত হয় তাই পদ্ধতিগত ত্রুটি।
লঘিষ্ঠ গণন
ক্রু-নাট নীতির উপর ভিত্তি করে গঠিত যন্ত্রগুলোর বৃত্তাকার স্কেলের একভাগ ঘুরালে ত্রুটি যতটুকু সরে আসে তাকে লঘিষ্ঠ গণন বলে। অর্থাৎ পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ গণন পাওয়া যায়।
এলোমেলো বা অনিয়মিত ত্রুটি
বিভিন্ন ধরনের জানা ও অজানা কারণে যন্ত্রের পাঠে এক ধরনের ত্রুটি ঘটে, একে এলোমেলো বা অনিয়মিত ত্রুটি বলে। এ ত্রুটি কখনও পুরোপুরি দূর করা যায় না।
সম্ভাব্য ত্রুটি
কোনো ধ্রুব রাশির সঠিক মান যে সীমার মধ্যে অবস্থান করতে পারে তাকে সম্ভাব্য ত্রুটি বলে।
পরিমাপক ত্রুটি
যেকোনো পরিমাপ যন্ত্রের সাহায্যেই পরিমাপ করা হোক না কেন সব পরিমাপের ফলাফলে কিছুটা অনিশ্চয়তা থাকে একে পরিমাপক ত্রুটি বলে।
ব্যক্তিগত ত্রুটি
পর্যবেক্ষকের নিজের কারণে যে ত্রুটি হয় তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।
লেভেল ত্রুটি
বিক্ষেপী চৌম্বক মান যন্ত্র নিক্তি ইত্যাদি যন্ত্রে যন্ত্রটি বা যন্ত্রের পাটাতন অনুভূমিকে না থাকলে যন্ত্রের পাঠে যে ভুল হয় তাই লেভেল ত্রুটি।
পরম ত্রুটি
কোনো ভৌত রাশির পরিমাপে প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলে।
পিচ
ক্রু গজের বৃত্তাকার স্কেলটি একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাই স্কুর পিচ।
স্ফেরোমিটার
যে যন্ত্রের সাহায্যে গোলীয় তল তথা গোলকের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করে গোলকের আয়তন ও গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করা যায় তাই স্ফেরোমিটার।