মহাবিশ্ব
সকল গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সিসমূহ, তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ ও শূন্যস্থান এবং তাত্ত্বিকভাবে নির্ধারিত কিন্তু সরাসরি পর্যবেক্ষণযোগ্য নয় এমন সবকিছুকে মহাবিশ্ব বলে।
বিগ ব্যাং তত্ত্ব
দূর অতীতে গ্যালাক্সিসমূহ খুব কাছাকাছি অতি উত্তপ্ত ও প্রায় অসীম ঘনত্বের এক পুঞ্জীভূত অবস্থায় ছিল। সে অবস্থা থেকে আকস্মিক এক বিস্ফোরণের মধ্য দিয়ে উদ্ভব ঘটেছে এ মহাবিশ্বের। এটিই বিগ ব্যাং তত্ত্ব।
হিগস বোসন
যে সকল মৌলিক কণা মহাবিশ্ব সৃষ্টির শুরুতে উৎপন্ন হয়ে বিভিন্ন ভরহীন কণায় ভর যুক্ত করে অদৃশ্য হয়ে যায় তাদের হিগস বোসন বলে।
সোয়ার্জচাইল্ড ব্যাসার্ধ
ভর ধ্রুব রেখে ব্যাসার্ধ ক্রমাগত কমতে থাকলে এক পর্যায়ে মুক্তিবেগ আলোর বেগের সমান হয়। এ ব্যাসার্ধকে সোয়ার্জচাইন্ড ব্যাসার্ধ বলে।
সুপারনোভা
সূর্যের ভরের তুলনায় অনেক ভারী নক্ষত্রগুলো জ্বালানি শেষ হলে এর ভিতর সংকোচন অত্যন্ত তীব্র হয় এবং মূল অংশের ঘনত্ব এত বেড়ে যায় যে, প্রচণ্ড বিস্ফোরণের মধ্য দিয়ে এরা মৃত্যুবরণ করে। এই প্রচণ্ড বিস্ফোরণকে সুপারনোভা বলে।
গ্যালাক্সি
গ্যালাক্সি হচ্ছে অসংখ্য নক্ষত্র, আন্তঃনাক্ষত্রিক গ্যাস, ধূলিকণা, প্লাজমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তুর এক বিশাল সমাহার।
কৃষ্ণ গহ্বর
মহাকাশে এমন কিছু বস্তু বা জায়গা আছে যা থেকে আলো বা কোনো কিছু বেরিয়ে আসতে পারে না। প্রচণ্ড মহাকর্ষীয় বলের জন্য এরূপ হয়। মহাশূন্যে অবস্থিত এরূপ বস্তুকে কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ বিবর বলে।
ঘটনা দিগন্ত
কৃষ্ণ গহ্বরের চারপাশে যে অঞ্চলের মধ্যে কোনো ঘটনা বাইরের কোনো পর্যবেক্ষক দেখতে পায় না, সে অঞ্চলকে কৃষ্ণ গহ্বরের ঘটনা দিগন্ত বলে।
নভো-দূরবীক্ষণ যন্ত্র
যে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্রহ, নক্ষত্র ইত্যাদি নভোমন্ডলীয় বস্তু পর্যবেক্ষণ করা যায় তাকে নভো-দূরবীক্ষণ যন্ত্র বলে।
এক্স-রে দূরবীক্ষণ যন্ত্র
মহাজাগতিক বিভিন্ন শক্তিশালী ঘটনা থেকে এক্স-রশ্মি নির্গত হয়। এগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে এক্স-রে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার হয়।
বেতার দূরবীক্ষণ যন্ত্র
মহাজাগতিক ধুলো ও অন্যান্য মহাকর্ষীয় বাধার জন্য মহাকাশের বিশেষ কিছু জায়গা থেকে আলো সরাসরি পৃথিবীতে আসতে পারে না। সে সকল ক্ষেত্রে বেতার দূরবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়।
গামা রে দূরবীক্ষণ যন্ত্র
গামা রে দূরবীক্ষণ যন্ত্র সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণকে চিহ্নিত ও পর্যবেক্ষণ করতে পারে।